Wednesday, September 7, 2022

baddhata samachar, translated by Amanita Sen

 Reports on stagnancy

Yashodhara Ray Chaudhuri In a small closed room closed souls steeped in jealousy would keep singing their own songs in high and low pitched voices .. such are the clauses of these meetings. Around one small pit they sit close cremating their own honour watching the person next to them with eyes glittering green in envy such is the norm in these dark times. Who is baiting whom and to surge how far who caught hold of whom to make a gain… is the only data to thirst for, to learn in desperation. But no one divulges a thing. Deeply buried in their own selves neither do they see, nor do they hear. They are frantically in search of the touch of Midas. At the backstreets each of them is looking for an uncrowded road and a blue canopy under the sky. Inside a small room huddling together is a flock of unhappy people, imprisoned to the core. The blue sky lies scattered far, far from them. Translated by Amanita Sen


বদ্ধতা সমাচার
যশোধরা রায়চৌধুরী
একটাই ছোট ঘরে
উগরে দিচ্ছে তীব্র তামাশা এবং ঈর্ষাজ্বরে
বদ্ধ আত্মা নিজেদের গান উঁচুনিচু আর সরুমোটা সব স্বরে
… এটাই এসব সম্মেলনের শর্ত।
একটাই ছোট গর্ত
পাশাপাশি বসে প্রত্যেকে নিজ সম্মান সৎকারে
পাশের লোককে দেখছে সবুজ -কালো আলোজ্বলা চোখে
এটাই এখন কৃতকৃত্য ত, অন্ধকারের ঝোঁকে
কে কোথায় কী কী ছেপে ফেলল ও
কতটা এগিয়ে গেল
কে কোথায় কাকে পাকড়াও করে
নিয়ে নিল সব সুধা
এটাই এখন সকলের প্রিয় তৃষ্ণা , জানার ক্ষুধা
কেউ কিছু বলছে না।
প্রত্যেকে আছে নিজের ভেতরে গোঁজা।
নেই কোন দেখা, শোনা।
প্রত্যেকে শুধু খুঁজছে কোথায় আপন মনের সোনা।
প্রত্যেকে শুধু শুঁড়িপথ ঢুঁড়ে ফাঁকা পথ পেতে চাইছে
খোলা আকাশের নিচে বিশাল এক নীলাভ চাঁদোয়া খুঁজছে
একটাই ছোট ঘরে
খুব ঘেঁষাঘেঁষি করে
একদল খুব অসুখী মানুষ বন্দিশালার কেন্দ্রে
আটকে রয়েছে ...। নীলাভ আকাশ কতদূরে আছে ছেতরে।

Tuesday, August 2, 2022

Khato series translated by Chirayata Chakrabarty

 বাড়ি যাব/ যশোধরা রায়চৌধুরী


রাশি রাশি ঢেউ এসে বলে তাকে বাড়ি যাব বাড়ি যাব

আকাশের পেলব নীলের মধ্যে ফুটে ওঠা রোদ্দুরও বলেছে

বাড়ি যাব বাড়ি যাব আমি

একদা নিবিড় দিনে প্রেমিকের উষ্ণতার হাত

সেও ত বাড়ির লোভ দেখিয়েছে তাকে


বাড়ি যাব বাড়ি যাব বাড়ি যাব আমি


ঘুমের ভেতরে যেন ভেঙে পড়ে ঝুপ ঝুপ পাড়

সরু দড়ি ধরে আর বাঁশের সেতুটি ধরে পারাপার হয়

মধ্যে তীক্ষ্ণ নদী ভেসে যাওয়া পাথর পাথর

বাড়ি যাব বাড়ি যাব এই সেতু পার হলে বাড়ি


ঘুমের ভেতরে যেন দিকে দিকে আগুন জ্বলেছে

তুমুল আকাশ থেকে বার বার এল বজ্রপাত

পুরনো হারানো ঘর নব নব ঘর হারানোকে

জাগিয়ে উজিয়ে দিয়ে পথ করে দিয়ে চলে গেছে


এই ত আবার আমি উদবাস্তু হয়েছি , পথে পথে

এই ত আবার আমি কেঁদে কেঁদে ফিরেছি ভিক্ষায়

বাড়ি যাব বাড়ি যাব বাড়ি যাব বাড়ি যাব বলে



I'll go home


Yashodhara Ray Chaudhuri

( Translated by Chirayata Chakrabarty)


 Swarms of waves come, to tell her - let's go home, let's go home

 Slivers of the sun, that peep through the mellow blue sky

Tell her : Let's go home, please, let's go home


 Her lover's warm hands in a tender moment

  They tempted her with the dream of a home

 Let's go home, let's go home, let's go home


 The banks, keeled over, sink in her sleep

 Hold on to the fragile ropes, cross the bamboo pool

an edged river, jagged rocks, washed away

But... cross it, and you're home



In her sleep, flames surround her

The sky splits with lightning

An old homelessness fans and awakens a new one

It parts a way, and leaves

I am a refugee again, on the streets

I return, in tears, to beg

I'll go home, I'll go home, I'll go homel


ক্ষত

যতটা বেদনা তুলতে পার

তত নিচে যাবে কুয়োটির

যত নিচে চলে যাচ্ছে দড়ি

বালতি তত বেদনা তুলেছে

ওঠা আর পড়া আর শেষ অব্দি যাওয়া...

 

এই লেখা বলে দেবে ক্ষত আজ কতটা গভীর

 

The Wound

 

The more agony you lift

The further you slip down the well

The further the rope descends

The more suffering the bucket draws

Rising and falling and moving till the end...

 

This writing will tell the depth of the wound.


 

শব্দ

 

শব্দ, আলোড়ন তুলত, যারা

আজ তারা বেদনা আনে না।

তারা আজ বেদনারহিত

বনেদি বাড়ির নীচে গ্যারাজের মধ্যে পরে আছে।

 

শব্দ ব্যাটারির মতো বসে গেছে। আমি তার সারানো জানি না।

 

আমি শুধু স্টার্ট দেওয়া জানি।

 

শব্দ গাড়ির মতো রয়ে গেছে। বিশাল, প্রাচিন।

পুরনো গাড়ির মতো, অনেক বিষন্ন স্মৃতি বুকে নিয়ে শব্দ বসে আছে।

 

শব্দ সেক্সেস মতো গাছে গাছে ফলে আছে। আর মধ্যবয়সের মতো শব্দ আর শেষই হচ্ছে না।

একদা যে অফুরন্ত ছিল

আজ সে ক্লান্তিকামি, বিষাদী... ও আজও আফুরান।

 

Words

 

Words, which used to stir and arouse

Do not provoke sorrow anymore.

They are sorrow-less

Lying in the garage of a blue-blooded household.

 

Words have broken down like car-battery.

I don't know how to repair them.

 

I only know how to start them up.

 

Words have remained as cars. Immense, ancient.

Like old cars, words sit immobile, with dejected memories in their chests.

 

Words hang like sex on trees. And

Like the middle-ages, words just don't come to an end.

Which used to be limitless

Are now tiresome, insipid... Still interminable.

 

 

ফিরে আসা

 

লেখার কাছে ফিরে আসতে হবে। টুকরো লেখা, আবিল লেখা,

                                                             মারাত্মক লেখা,

ভালোবাসার লেখা।

লেখা কাছে জোর করে নিজেকে ফেরাতে হয়। গরুর লেখা,

                                                             গলির লেখা,

মন্দিরের রাস্তার লেখা। ইঁট পাথরের লেখা। দোকানে সাজানো

                                                              পশরার লেখা।

নিজের কাছে ফিরে আসা যেন। অন্ধকার গেট ক্যাঁচ করে খুলে যায়।

                                                                   ভেতরে

রোদ্দুর ঢোকে না। তারপর এক চিলতে একটা উঠোন, আর সার সার

                                                                     বয়ামে

তেলে চুবনো আম।

এই ফিরে আসা।

এই অন্ধকারের পথ ধরে ধরে আলোর দিকে।

মন খারাপের পথ ধরে ধরে আনন্দের দিকে।

এখন এখন এখনের পথ ধরে ধরে অতীতের দিকে। সেই

                                                    অন্তহীন গতকালের

দিকে, যার ভেতরে পুরে রাখা আছে প্রাণভোমরার মতো আমাদের

                                                              মনের সমস্ত

উপাদান।

কেমিক্যাল ক, কেমিক্যাল খ।

মেশালেই ভুশভুশ ধোঁয়া, মেশালেই হই হই আগুন।

অথচ অন্য সময় দেখ, কেউ নেই কিছু নেই, ভোঁ। শুকনো

                                                           বাজির মশলা

আলাদা আলাদা ব্রাউন পেপারের ঠোঙা ভর্তি করে নিরুদবিগ্ন

                                                              পাশাপাশি রাখা।

 

 

 

Coming Back

 

Come back to the writing. The ones shattered, the ones murky,

                                                 Lethal writings,

writings of love.

 

Forcefully reel back to the writing. The ones of cattle,

                                      The ones of narrow lanes,

Writings of the street to a temple. Writings of brick and mortar. Writings of the assembled

                                                                          items for sale.

 

As if to return to one's own self. The unlit gate opens with a creak.

                                                    The sun isn't allowed

in there. A small yard follows, strewn with

                                 jars

of oily pickles of mango.

 

This kind of a return.

 

This way, blindly being led by the alley of darkness towards the light;

led to joy by the lanes of sorrow;

led to the past by the paths of now, now, now.

Towards that

          endless yesterday,

Which holds, like a thread of life, all the components of our minds.

 

Chemical X, Chemical Y.

Stir them up together,

Thickening smoke, a lively combustion.

Yet, at other times, nothingness, a hole, a vacuum;

or arrays of

         dry gun-powder

in separate brown paper bags,

       in carefree rows


Boudibaji Bishoyok translated by Shivaji Banerjee

Boudibajibishoyok

(the Sis-in-Law affair)  

This is the continent, where no light is ever shed.
Wrapped under light colored printed sharee
Deep within the blouse
where the purse is beholden
and the photo is inside.

"His name is Bablu"
The love, like the dark venom
kept secretly in the core
The love, like the warm dense lactate
kept in the depth of the breasts.
"Doesn't he look handsome?"
Maybe all men are flirtatious and crave for sex
Sucks all the sap, all the joy, peace and fidelity.
A storm in the bed
And he sucks money too
Love incarnated as Brother in law.
Did not want to be an infidel, but her man is incapable
Wasted the waist in an accident.
Wife is the only bread winner...
There is no escape for her
Twined she is in so many turns
No escape for her
"If he tells my man, what a shame
To avoid that, I dole him a lot"

Still, this forbidden story is not merely of destitution
Still, this forbidden story is not only about oppression, but
Something tender. In the train, the wife showed me the photo
drawing the purse out from the softness of the blossoms.
The dusky light on her face told, some amour are inevitable,
Only natural

Virtuous
Scandalous too.